বিশ্বকাপের পর ব্রাজিল ছাড়ছেন তিতে

২০২২ কাতার বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিতে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বরাবরের মতই কাতারেও টুর্নামেন্টের টপ ফেবারিট হিসেবেই মাঠে নামবে।

ব্রাজিলিয়ান ৬০ বছর বয়সী তিতে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমি জাতীয় দলের সাথে। এরপর দায়িত্ব ছেড়ে দিব।’

২০১৬ সালের জুন থেকে ব্রাজিলের দলের কোচের দায়িত্বে আছেন তিতে। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের পর ষষ্ঠবারের মত ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা জয়ে সহযোগিতা করাই এখন তার সামনে মূল লক্ষ্য।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর অনেকটাই বিধ্বস্ত ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন তিতে। এরপর অবশ্য ব্রাজিলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিতের অধীনে ব্রাজিল ২০১৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে। পরের বছরই ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপাও নিজেদের করে নিয়েছে।

উল্লেখ্য বাছাইপর্বে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলের শীর্ষ দল হিসেবে কাতারের টিকিট পায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent