রেফারিকে অপমান করায় নিষিদ্ধ মরিনহো

রেফারির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোমার কোচ হোসে মরিনহো। সিরিএ লিগে ভেরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে পিছিয়ে পড়া রোমা। ম্যাচের শেষ মিনিটে রেফারির সঙ্গে খারাপ ব্যবহারের জন্য তাকে লাল কার্ড প্রদর্শন করেন রেফারি।

এ সময় তিনি কর্তব্যরত রেফারি লুকা পাইরেত্তোকে উদ্দেশ্য করে চিৎকার করে অশোভন অঙ্গভঙ্গি করতে থাকেন। যে কারণে লাল কার্ড দেখতে হয়।

ইতালীয় গণমাধ্যম জানায়, শনিবার অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় কম দেয়ায় অসন্তুস্ট ছিলেন এই পুর্তগীজ কোচ। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে ড্র করে তার শিষ্যরা। ম্যাচের ওই ফলাফলে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আসনে থাকা জুভেন্টাসের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে রোমা।

ইতালীয় গণমাধ্যমের ভাষ্যমতে অঙ্গভঙ্গির মাধ্যমে রেফারির স্বাধীন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন মরিনহো। পাইরোত্তোর ভাই জুভেন্টাসের নির্বাহী হিসেবে কাজ করছেন এবং তার পিতা ২০০৬ সালের ক্যালসিওপোলি রেফারিং কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

খেলা শেষে ব্যবহৃত বলটি নিয়ে লাথি মেরে অন্যত্র পাঠিয়ে দেন মরিনহো। এ সময় তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বর্জন করেন। পরে ইনস্টিগ্রামে লিখেছেন, ‘বাড়িতে গিয়ে সুন্দর একটি ডিনার করুন।’

ক্রীড়া বিচারক(স্পোর্টস জাজ) বলেছেন, মরিনহো চতুর্থ কর্মকর্তার দিকে ঘুরে রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় টানেলেও তার এমন আচরণ অব্যাহত ছিল। মরিনহোকে ২০ হাজার ইউরো জরিমানাও করেছেন বিচারক।

রেফারির সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণের অভিযোগে রোমার জেনারেল ম্যানেজার টিয়াগো পিন্টোকেও ৮ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পরে ক্ষমা প্রার্থনা করায় তার সাজার মেয়াদ কমানো হয়েছে।

এর আগে ২০১০ সালে ইন্টার মিলানের দায়িত্ব পালন করার সময় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে রেফারিকে উদ্দেশ্য করে হাতকড়া পরানোর মতো অঙ্গভঙ্গি করেছিলেন মরিনহো। ওই ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent