বাফুফেকে হুমকি সাইফ স্পোর্টিং ক্লাবের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নালিশ করেছিল বসুন্ধরা কিংস। সেই নালিশের কোন সুরাহা হওয়ার আগেই বাফুফের বিপক্ষে এবার হুমকি দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক দল সাইফ স্পোর্টিং ক্লাব।

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জে মোহামেডানের বিপক্ষে ম্যাচ ছিল সাইফের। ম্যাচে মোহামেডানের কাছে ০-২ গোলে হেরেছে আন্দ্রেস ক্রুসিয়ানি ও জামাল ভূঁইয়ারা। কিন্তু ওই ম্যাচের রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে উল্লেখ করে শনিবার বাফুফের সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে- ৬৪, ৬৭ ও ৮৮ মিনিটে তাদেরকে পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ম্যাচের রেফারি। এই তিন মিনিটে কীভাবে পেনাল্টি হয়েছিল তার বর্ণনাও চিঠিতে দিয়েছেন সাইফের সাধারণ সম্পাদক।

এর আগেও সাইফের অভিযোগ ছিল শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে তাদের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়েছিল। ওই ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগ উঠেছে সাইফের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিরুদ্ধে। বিষয়টি এখন ফরেনসিক ইনভেস্টিগেশনে আছে।

সাইফ স্পোর্টিং ক্লাব প্রায় প্রতিটি ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে উল্লেখ করে ক্লাবটি বাফুফের কাছে এর প্রতিকার চেয়েছে। তা না হলে তারা ফিফা, এএফসি ও আন্তর্জাতিক আদালতের দ্বারস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent