ইতালী ও হাঙ্গেরির প্রতিপক্ষ ইংল্যান্ড

আগামী জুন মাসে মলিনেক্সে নেশন্স লিগের ম্যাচে ইতালী ও হাঙ্গেরির মোকাবেলা করবে ইংল্যান্ড। বৃহস্পতিবার ফুটবল এসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আগামী ১১ জুন ইতালির মোকাবেলা করবে ইংল্যান্ড। তবে দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইউরো ২০২০ ফাইনালে ওয়েম্বলিতে বিশৃংখলা সৃস্টির কারণে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় এ সিদ্ধান্ত। ওই ম্যাচে পেনাল্টির সহায়তায় স্বাগতিকদের পরাজিত করে ইতালি।

তবে ১৪ জুন হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে মাঠে প্রবেশের সুযোগ পাবে দর্শকরা। সর্বশেষ ১৯৫৬ সালে পুরুষদের সিনিয়র বিভাগের ম্যাচ আয়োজন করেছিল ওই স্টেডিয়ামটি।

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘ওয়েম্বলি আমাদের হোম ভেন্যু হলেও এ রকম শীর্ষ টুর্নামেন্টে খেলার জন্য যে কোন স্থানে যাওয়াটাকে আমরা উপভোগ করি। ২০২২ হবে ইংল্যান্ড সমর্থকদের জন্য একটি দারুণ অ্যাডভেঞ্চার। কারণ ইংলিশ ফুটবলের বিখ্যাত স্টেডিয়ামগুলোর একটি এর অংশ হতে যাচ্ছে।’

উয়েফা নেশন্স লিগের আসরে এ থ্রি গ্রুপের ম্যাচে জার্মানিকেও প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড। ৪ জুন বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে দেশটি। আগামী সেপ্টেম্বরে শেষ হবে গ্রুপ পর্ব। দুইমাস পর শুরু হবে কাতার বিশ্বকাপ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent