আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ পালমেইরাস

রোমেলু লুকাকুর একমাত্র গোলে সৌদি আরবের আল হিলাল ক্লাবকে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। আগামী শনিবার ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস।

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ৩২ মিনিটে জয়সূচক গোল করেন লুকাকু। টুর্নামেন্টে এশিয়ান ক্লাবের বিপক্ষে ইউরোপীয়ান কোন ক্লাবের এটি ১২ ম্যাচে ১২তম জয়।

আবু ধাবীতে আসার আগে চেলসির ক্লাব রেকর্ড চুক্তিভূক্ত বেলজিয়ান তারকা লুকাকু পাঁচ ম্যাচে কোন গোল পাননি। মৌসুমের দ্বিতীয় ভাগে এসে ২৮ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের কাছ থেকে সেরা ফর্মটাই আশা করছে চেলসি।

রক্ষণভাগের ভুলে প্রথমার্ধের পাওয়া সুযোগটি অবশ্য শতভাগ কাজে লাগিয়েছেন লুকাকু। এরই মাধ্যমে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মত ক্লাব বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে ইংলিশ ক্লাব ও ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যকার জমাট লড়াই।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent