মোহামেডান-শেখ রাসেল ম্যাচ ড্র

শুরুটা দারুণ হতে পারতো মোহামেডানের। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ২৩ মিনিটে এগিয়ে যাওয়া এবং প্রতিপক্ষ ১০ জনের দল পরিণত হওয়ার সুযোগটা আর ধরে রাখতে পারেনি সাদা-কালোরা। তাইতো পূর্ণ পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগযাত্রা শুরু করতে হলো এখনো শিরোপা জিততে না পারা দলটিকে।

শনিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ২৪ মিনিটে মোহামেডান যে আক্রমণ থেকে গোল করে এগিয়ে গিয়েছিল ওই সময় ডাবল দুঃসংবাদ শেখ রাসেলের। পিছিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় তারা। সাদ উদ্দিন পোস্টের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকানোর চেষ্টা করে দলের জন্য বিপদ ডেকে আনেন। মালির ফরোয়ার্ড সোলেমান দিয়েবাতে সুযোগ মিস করলে অবশ্য পেনাল্টির বাঁশিও বাজতো মোহামেডানের পক্ষে।

মোহামেডানের জন্য ম্যাচটি দুর্ভাগ্যের। এগিয়ে গিয়েও তারা জয় দিয়ে লিগ শুরু করতে পারলো না। ৮৪ মিনিটে কিরিগিজ ডিফেন্ডার কর্নার থেকে আসা বলে দারুণ হেডে রাসেলকে হারা ম্যাচ ড্র করান। এগিয়ে যাওয়ার পর মোহামেডানের কোচ চাপ সৃষ্টি করে চেষ্টা করেছিলেন ব্যবধান বাড়িয়ে নিতে। পারেনি বলেই শেষ পর্যন্ত দুই পয়েন্ট হাতছাড়া হয় তাদের। ১-১ গোলে ড্র দিয়ে লিগযাত্রা শুরু হয় সাদ-কালোদের।

১০ জনের শেখ রাসেলকে বেশ চেপেই ধরেছিল মোহামেডান; কিন্তু ওই সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে তাদের ম্যাচটি ড্র করে। ৬৭ মিনিটে মোহামেডানের মাসুদ সরাসরি লালকার্ড পেলে বাকি সময় মোহামেডানকেও লড়তে হয়েছে ১০ জন নিয়ে।

মোহামেডান ও শেখ রাসেলের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড। যে রাউন্ডে জয় পেয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent