দুর্দান্ত এক হ্যাটট্রিকে লেওয়াডস্কির ৩০০

গোলমেশিন রবের্ত লেওয়াডস্কিকে থামানোর কোনো উপায়ই যেন জানা নেই প্রতিপক্ষ দলগুলোর। বুন্দেসলিগায় গত আসরে রেকর্ড গড়ার পর এবারও একই ছন্দে গোল করে চলেছেন তিনি।

সে ধারাবাহিকতায় এবার কোলনের জালে হ্যাটট্রিক করার পথে প্রতিযোগিতাটিতে তিনশতম গোলের মাইলফলক স্পর্শ করেছেন পোলিশ তারকা। কোলনের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

নতুন কীর্তি গড়ার ম্যাচে নবম মিনিটে প্রথম গোলের দেখা পান লেওয়াডস্কি। বাঁ দিক থেকে থমাস মুলারের রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এ নিয়ে বুন্দেসলিগায় টানা ৬৬ ম্যাচে গোল পেল বায়ার্ন।

কোরোঁতাঁ তোলিসো ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার কিছুক্ষণ পর একবার জালে বল পাঠিয়েছিলেন স্বাগতিকদের স্ট্রাইকার মার্ক। তবে অফসাইডের পতাকা ওঠায় ম্যাচে আর ফেরা হয়নি তাদের।

৬২তম মিনিটে লেরয় সানের বুদ্ধিদীপ্ত ছোট করে বাড়ানো থ্রু বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২০১০-২০১৪ পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে খেলা লেওয়াডস্কি।

১২ মিনিট পর তার হ্যাটট্রিক পূরণের গোলেও জড়িয়ে সানের নাম। এবার ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের কয়েকজনের বাধা এড়িয়ে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান সানে। আর প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে ৩০০ গোলের ক্লাবে যোগ দেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

জার্মানীর শীর্ষ লিগের গত আসরে রেকর্ড ৪১ গোল করা লেওয়াডস্কি চলতি আসরে এ পর্যন্ত করেছেন ২৩ গোল, ১৯ ম্যাচে। প্রতিযোগিতাটির ইতিহাসে তার চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলারের (৩৬৫)। লেওয়াডস্কি যেভাবে ছুটে চলেছেন, এই রেকর্ডটিও হয়তো একদিন নিজের করে নেবেন তিনি।

শুক্রবার রাতে ফ্রেইবুর্কের মাঠে ৫-১ গোলের জয়ে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছিল দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। ব্যবধানটাকে আবারও ৬ পয়েন্টে বাড়িয়ে নিল বায়ার্ন। ১৯ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে টানা ৯ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৬। ডর্টমুন্ডের পয়েন্ট ৪০।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent