স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাও

এক গোলে পিছিয়ে পড়ার পরও লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও। বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেমিফাইনালে ২-১ গোলে জয় পেয়েছে বিলবাও। ফাইনালে রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে বিলবাও।

ম্যাচের বয়স যখন ঘন্টার কাটা পার হয়েছে তখনই গোল হজম করেছির বিলবাও। ৬২ মিনিটে হোয়াও ফেলিক্সের জোড়ারো শটের বল গোল রক্ষক উনাই সিমোনের গায়ে লেগে জালে জড়ালে পিছিয়ে পড়ে মার্সেরিনো গার্সিয়ার শিষ্যরা।

কিন্তু শেষ ভাগে মাত্র মাত্র চার মিনিটের মধ্যে পরপর গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় বিলাবও। ৭৭ মিনিটে অধিনায়ক ইকার মুনিয়াইনে কর্নারের বল জোড়ালো হেডে জালে জড়িয়ে তাদের সমতায় ফিরিয়ে আনেন ইয়েরে আলবারেজ। তিন মিনিট পর দানি গার্সিয়ার যোগান থেকে বল পেয়ে রেনান লোদি ও অ্যাটলেটিকোর অধিনায়ক কোকেকে পরাস্ত করে দারুণ শটে জয় সুচক গোল করেন টিনএজ তারকা নিকো উইলিয়ামস।

খেলা শেষে ১৯ বছর বয়সী নিকো বলেন, ‘এই মুহূর্তে আমি আবেগাপ্লুত। আশা করছি এরকম আরো অনেক জয় ধরা দিবে।’ তিনি বলেন, ‘ইনকি (বড় ভাই) এবং আমার মায়ের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে পেরে আমি খুবই খুশি। ম্যাচ শেষে মা আমাকে জড়িয়ে ধরেন। বলেন আমি এর যোগ্য। গোলের পর আমার ভাইয়ের আমাকে জড়িয়ে ধরার মুহূর্তটি আমার কাছে বিশাল পাওনা। মুহূর্তটি আমি কখনো ভুলতে পারব না।’

এর আগে গত বুধবার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আগামী রোববার রিয়াদে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent