জামাল ভুঁইয়াদের নতুন কোচ স্পেনের কাবরেরা

অবশেষে সত্যি হলো গত কয়েকদিন ধরে চলা গুঞ্জন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন স্পেনের হাভিয়ের কাবরেরা।

শনিবার ৩৭ বছর বয়সী কাবরেরাকে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১১ মাসের জন্য চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।

ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘স্প্যানিয়ার্ড হাভিয়ের কাবরেরাকে আমাদের জাতীয় দলের কোচ হিসেবে ১১ মাসের জন্য নিযুক্ত করা হয়েছে, যা ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে। আমরা আশা করছি, এই মাসের ১৫ তারিখের (জানুয়ারি) মধ্যে তিনি এখানে আসবেন।’

বাফুফের এই সহ-সভাপতি যোগ করেছেন, এই অঞ্চলের ফুটবল নিয়ে অভিজ্ঞতা এবং বাংলাদেশের ফুটবল সংক্রান্ত তথ্য কাবরেরাকে এই দায়িত্বে ভালো করতে সাহায্য করবে।

কাবরেরা এখন পর্যন্ত প্রধান কোচ হিসেবে কোনো জাতীয় দল বা কোনো ক্লাব পরিচালনা করেননি। বাংলাদেশের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্টটি হবে ইন্দোনেশিয়া সফরে। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি বালিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

সাবেক প্রধান কোচ জেমি ডের স্থলাভিষিক্ত হয়েছেন কাবরেরা। গত সেপ্টেম্বরে ডেকে অব্যাহতি দেয় বাফুফে। এরপর বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন ও আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসকে দুটি আলাদা টুর্নামেন্টের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তারা।

উপমহাদেশে কাজ করার ভালো অভিজ্ঞতা রয়েছে কাবরেরার। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ভারতের ক্লাবটির একাডেমির বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের দীক্ষা দেন তিনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent