টাইব্রেকারে সাইফকে হারিয়ে আবাহনী ফাইনালে

ঢাকা আবাহনী লিমিটেড বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। দলটি শিরোপা লড়াইয়ে সঙ্গী হিসেবে পাচ্ছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। আগামী রোববার দল দুটি ফাইনালে মোকাবিলা করবে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জ ২-১ গোলে মোহেমেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে। তবে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারায় নীল-আকাশীর দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকায় টাইব্রেকোরে জয়-পরাজয় নিস্পত্তি।

টাইব্রেকারে আবাহনীর মিলাদ শেখ সোলাইমানি, রেজাউল করিম, মেহেদি হাসান রয়েল, নুরুল নাইম ফয়সাল গোল করেন। সাইফের এমেরি বাইসেঙ্গে, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম গোল করলেও জামাল ভূইয়া ও এমফন সানডে উদোহর শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে আবাহনীকে জয় এনে দেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

এর আগে খেলার শুরুতেই আবাহনীর রাফায়েল গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে দেন। তবে সাইফের সানডে ২০ মিনিটে দলকে সমতায় (১-১) ফেরান।

এর পর ৭৫ মিনিটে এমেকা গোল করলে লিড পায় সাইফ (২-১)। কিন্তু নির্ধারিত সময়ের ইনজুরি টাইমের ৩ মিনিটে আবাহনীর ডানিয়েল গোল করলে (২-২) গোল করলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত ৩০ মিনিটের সময় আবাহনীর রাকিব ৯৪ মিনিটে গোল (৩-২) করলে ১২২ মিনিটে সাইফকে খেলায় ফেরান সাজ্জাদ (৩-৩)। ফলে ম্যাচটি টাইব্রেকারে ফয়সালা হয়।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent