চেলসিকে টপকে শীর্ষে ম্যানসিটি

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে চেলসির ৩-২ গোলে পরাজয়ের সুবিধা বেশ ভালভাবেই কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

থমাস টাচেলের দলকে টপকে প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে যথাক্রমে সিটি ও লিভারপুল।

বর্তমান চ্যাম্পিয়ন সিটি ধুকতে থাকা ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে এই মৌসুমে প্রথমবারের মত তালিকার শীর্ষস্থান লাভ করেছে। শনিবার একই রাতে উলভসকে ১-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

এর ফলে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে চেলসি।

লিগের অন্য ম্যাচে প্রথমবারের মত জয়ের দেখা পেয়েছে নিউ ক্যাসল। তারা ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। এর মাধ্যমে লিগে টিকে থাকতে নতুন কোচ ইডি হাওয়ের প্রত্যাশা কিছুটা হলেও পুরণ হয়েছে। এই জয়ে তলানি থেকে একধাপ উপরে উঠে এসেছে ক্লাবটি।

শনিবার লন্ডনে সবার আগেই প্রিমিয়ার লিগ খেলতে নেমেছিল চেলসি। তবে মৌসুমের প্রথম পরাজয়টি বরণ করতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট হ্যামের কাছে। থিয়াগো সিলভার দর্শনীয় হেড এবং ম্যাসন মাউন্টের দুর্দান্ত ভালিতে দুই দফা লিড পেয়েছির ইউরোপীয় চ্যাম্পিয়নরা। কিন্তু দুইবারই তাদেরেকে পিছিয়ে পড়তে হয়। প্রথম দফায় পেনাল্টি থেকে স্বাগতিকদের হয়ে গোল পরিশোধ করেন ম্যানুয়েল লানজিনি। পরের দফায় আসাধারণ এক গোল করে স্বাগতিক ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান গার্ড বোয়েন।

শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে বদলী হিসেবে আসা ডিফেন্ডার আর্থার মাসুয়াকু বাঁ প্রান্ত থেকে অসাধারণ দক্ষতায় লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় ওয়েস্ট হ্যামের। মাসুয়াকু পরে টুইট করে বলেন,‘ আমি বিষ্মিত, এটি কি ক্রস ছিল, নাকি শট!’

এদিকে ডেভিড ময়েসের ওয়েস্ট হ্যাম টেবিল টপার চেলসিকে প্রথম হারের স্বাদ পাইয়ে দেয়ার পাশাপাশি উঠে এসেছে তালিকার শীর্ষ চারে।

আরেক ম্যাচে দৃঢ়তার সঙ্গে লড়ে যাওয়া উলভসের বিপক্ষে জয় নিশ্চিত করতে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিভারপুলকে। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+৪মি.) মোহাম্মদ সালাহর ক্রস থেকে জয়সুচক একমাত্র গোল করেছেন বদরী খেলোয়াড় ডিভোক অরিজি।

এদিকে জয় পেলে শীর্ষস্থানে পৌঁছাতে পারবে এমন এক সমীকরণ আগে থেকে জেনেই গতকাল সন্ধ্যায় ওয়াটফোর্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ৫ বছরের মধ্যে চতুর্থ লিগ শিরোপা জয়ের মিশনে নামা পেপ গার্দিওলার দলকে শুরুতেই এগিয়ে দেন রাহিম স্টার্লিং। এরপর বার্নার্ডো সিলভার জোড়া গোল নিরপদ দূরত্বে পৌছে দেয় সিটিজেনদের। শেষ মুহুর্তে অবশ্য স্বাগতিক ওয়াটফোর্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন চুচো হার্নান্দেজ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent