মেসির প্রথম গোলে পিএসজির জয়

পিএসজির জার্সি গায়ে লিগ ওয়ানে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। ৮৭ মিনিটের আর্জেন্টাইন তারকার এই গোলে শনিবার ফরাসী লিগে টেবিলের মাঝামাঝিতে থাকা নঁতের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে পিএসজি।

গোলরক্ষক কেইলর নাভাসের সরাসরি লাল কার্ডে ৬৫ মিনিটের পর থেকে পিএসজিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। পার্ক ডি প্রিন্সেসে তার আগেই অবশ্য কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজি।

নাভাসের লাল কার্ডের পর রানডাল কোলো মুয়ানির গোলে সমতায় ফিরে নঁতে। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ডেনিস আপিহার আত্মঘাতি গোলে আবারো এগিয়ে যায় ফরাসী জায়ান্টরা। ম্যাচ শেষের তিন মিনিট আগে মেসির গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিগে ১৪ ম্যাচে ১২তম জয় নি:সন্দেহে পিএসজিকে আত্মবিশ্বাস যোগাবে। মরিসিও পোচেত্তিনোর দল এর মাধ্যমে দ্বিতীয় স্থানে থাকা রেনের থেকে ১২ পয়েন্ট এগিয়ে গেল।

আন্তর্জাতিক বিরতির আগে ইনজুরির কারণে দুটি ম্যাচে অনুপস্থিত ছিলেন মেসি। কিন্তু জাতীয় দল থেকে ফিরে নেইমার ও এমবাপ্পেকে সাথে নিয়ে সামনে থেকে পিএসজিকে নেতৃত্ব দিয়েছেন। এর আগে তার নেতৃত্বে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পার করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent