জানুয়ারিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিবে ফিফা

আগামী ১৭ জানুয়ারি ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার দেবার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

করোনা মহামারীর কারণে এ নিয়ে দ্বিতীয়বারের মত ফিফার সদর দপ্তর জুরিখে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে।

আগামী ২২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে জাতীয় দলের অধিনায়ক, কোচ, সমর্থক ও গণমাধ্যমের ভোটের মাধ্যমে সেরাদের বেছে নেয়া হবে। ২০২০ সালের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছিলেন লিঁও ও ম্যানচেস্টার সিটিতে খেলা ইংলিশ ফুল-ব্যাক লুসি ব্রোঞ্জ।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফরাসী ফুটবল ম্যাগাজিনের সাথে ব্যালন ডি’অর যৌথভাবে দিয়ে আসছিল ফিফা। কিন্তু তারপর থেকে আলাদভাবে বর্ষসেরা পুরস্কার দেবার ঘোষণা দেয় ফিফা।

গত দুই বছর যাবত বর্ষসেরা কোচের পুরস্কার লাভের কৃতিত্ব দেখিয়েছেন লিভারপুলের জার্গেন ক্লপ। নারীদের বিভাগে সেরা কোচ বিবেচিত হয়েছিলেন নেদারল্যান্ড জাতীয় দলের কোচ সারিনা উইগমান।

বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পাশাপাশি ফিফা সেরা গোলরক্ষক, সেরা একাশ ও সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে ট্রফি ও ফ্যান অ্যাওয়ার্ডসও দিয়ে থাকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent