মাটি করে দিল প্যাট্রিক ভিয়েরার স্বপ্নময় প্রত্যাবর্তন

আলেক্সান্দ্রে লাকাজেট্টির ৯৫ মিনিটে সমতাসূচক গোলে মাটি করে দিল আর্সেনালে কোচ হিসেবে প্যাট্রিক ভিয়েরার স্বপ্নময় প্রত্যাবর্তন। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে গানাররা।

খেলার সপ্তম মিনিটে পিয়েরে-এমেরি আবেমেয়াংয়ের গোলে বেশ সাবলিল সূচনা করেছিল স্বাগতিক আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান বেনটেক ও অডসন এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ভিয়েরার শিষ্যরা। শেষ পর্যন্ত অবশ্য ওই লিড ধরে রাখতে ব্যর্থ হয় ঈগলরা। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে লাকাজেট্টির গোল মাটি করে দেয় সফরকারীদের উচ্ছাস।

খেলা শেষে মৌসুমের আট লিগ ম্যাচের পাঁচটিতে ড্র করা প্যালেসের কোচ ভিয়েরা বলেন, ‘ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। তবে যেটি আমরা সব সময় বলে থাকি, আমি খুবই হতাশ। কারণ দলটি দ্বিতীয়ার্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে জয় পাওয়া উচিত ছিল।’

এমিরেটসে অনুষ্ঠিত ম্যাচের ৭ মিনিটে আবেমেয়াংয়ের গোলে এগিয়ে যাবার পর লিড নিয়েই প্রথমার্ধ শেষ করেছিল আর্সেনাল। বিরতির পর অবশ্য পাল্টে যায় ম্যাচের চেহারা। বিশ্রাম নিয়ে মাঠে ফেরার মাত্র ৫ মিনিট পরেই প্যালেসের হয়ে গোল পরিশোধ করে দেন বেনটেক।

খেলার ৭৩ মিনিটে এডুয়ার্ডের গোলে এগিয়ে যায় ভিয়েরার শিষ্যরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৫) গোল পরিশোধ করে গানারদের সমতায় ফিরিয়ে আনেন লাকাজেট্টি।

খেলা শেষে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা বলেন, ‘গোল দেয়ার পর ম্যাচটিকে আমরা খুব একটা ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের যেমন ধৈর্য্য ছিলনা, তেমনি অভাব ছিল নিয়ন্ত্রণ। তবে ইতিবাচক দিক হলো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত দল আত্মবিশ্বাস হারায়নি। এর সুফল হিসেবে আমরা পয়েন্ট লাভে সক্ষম হয়েছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent