সাফল্যের ধারায় উজ্জীবিত বাংলাদেশ, এবার টার্গেট মালদ্বীপ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনেক দিন পর ফর্ম ফিরে পেয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে সেটারই বার্তা বহন করছে। মালদ্বীপে উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের দল ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে চমৎকার সূচনা করে।

এর পর নিজস্ব দ্বিতীয় ম্যাচে দেখায় আরো দুর্দান্ত পারফরম্যান্স। দশ জনের দল নিয়ে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে এশীয় ফুটবলে তাক লাগিয়ে দেন জামাল ভূঁইয়ারা।

এবার তৃতীয় ম্যাচে টার্গেট স্বাগতিক মালদ্বীপ। আগামী ৭ অক্টোবর তাদের সঙ্গে ময়দানি লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। মাঠ থেকে তা সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে এ সাফল্য অব্যাহত রাখতে দলের ম্যানেজার ও কোচিং স্টাফ পুরো দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করছেন। এরই মধ্যে রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম জ্বর থেকে সেরে উঠে দলের সঙ্গে আজ প্র্যাকটিস করেছে।

স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ সকাল বাংলাদেশ সময় ১০:৪৫টা থেকে ১১:১৫টা পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করে। এ সময়ে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নেয়। এক ভাগ খেলোয়াড়রা রিকভারি সেশনে অংশ নেয়। অপর ভাগ রেগুলার প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। প্র্যাকটিস শেষে খেলোয়াড়রা আইস বাথ করেন।

আগামীকাল মালদ্বীপের সময় বিকাল ৪:১৫টায় থেকে ৫:৪৫টা পর্যন্ত বাংলাদেশ দল প্রি-ম্যাচ প্র্যাকটিস সেশনে অংশ নিবে।

এদিকে স্থানীয় বাংলাদেশের দর্শকরা মালদ্বীপের সঙ্গে খেলাকে সামনে রেখে টিকিট সংগ্রহ করায় ব্যস্ত রয়েছে। কিন্তু আয়োজকেরা পর্যাপ্ত টিকিট বাংলাদেশের দর্শকদের জন্য না রাখায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent