রোববার হংকংয়ের সঙ্গে নারী দলের প্রীতি ম্যাচ

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে ব্যর্থতার ষোলকলা পূরণ করে আগামী রোববার উজবেকিস্তানেই হংকংয়ের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় হংকং ফুটবল এসোসিয়েশনের আমন্ত্রণে উজবেকিস্তানের জার একাডেমি স্টেডিয়ামে এই বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যদিও এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্ব শেষেই দেশে ফেরার কথা ছিল। কিন্ত বাড়তি পাওনা হিসেবে দেশে ফেরার আগে সাবিনারা হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ করে নিয়েছে।

এই ম্যাচের জন্য বাংলাদেশ দল ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। গত দুইদিন হোটেলে জিম সেশন করেছে সাবিনা-মৌসুমীরা। প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, শনিবার তারা মাঠে অনুশীলন করবেন।

এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে জর্ডান ও ইরানের বিপক্ষে ৫টি করে মোট ১০টি গোল হজম প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘কিছু ছোট ছোট ভুলের কারণে দুই ম্যাচেই আমরা বেশি গোল খেয়েছি।’ ‘অভিজ্ঞতায় আমাদের মেয়েরা প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল। আমাদের দলের গড় বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। একমাত্র সাবিনাই সিনিয়র। যে কারণে আমাদের মেয়েরা মাঠে কিছু ভুল করে বসেছে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় সমস্যা। সিনিয়র লেভেলে খেলতে গেলে এ সমস্যাগুলো হয়ে থাকে আমাদের।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent