আবারো আইসিইউতে পেলে

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলেকে আবারো শুক্রবার সাও পাওলোর আলবার্ট আইনেস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউই) নেয়া হয়েছে। দুদিন আগেই কোলন টিউমারের অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র নিয়ে ৮০ বছর বয়সী পেলে বাড়িতে ফিরেছিলেন।

হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার হঠাৎ করেই পেলের শ্বাস প্রশ্বাসে কিছুটা সমস্যা দেখা দেয়ায় আবারো তাকে আইসিউইতে স্থানান্তর করা হয়েছে। যদিও তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতেই তাকে আইসিউইতে নেয়া হয়েছে।

অস্ত্রোপচারের পরও আইসিইউতে ছিলেন পেলে। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের মেয়ে কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সবাইকে আশ্বস্ত করেছেন। পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে ইন্সটাগ্রামে কেলি লিখেছেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন। এই বয়সে এ ধরনের একটি অস্ত্রোপচারের পর শারিরীক সমস্যা হওয়াটা স্বাভাবিক।’

বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ছিলেন পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে তিনি ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ শিরোপা জেতার কৃতিত্ব দেখান। ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি, যা ব্রাজিলের যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ গোল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent