বাফুফের এলিট একাডেমি উদ্বোধন রোববার

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা যে এলিট একাডেমি চালু করেছেন তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১২ সেপ্টেম্বর।

ফুটবল একাডেমি তৈরির কাজের অগ্রগতি দেখতে গিয়ে এ ঘোষণা দিয়েছিলেন তিনি। কথা রেখেছেন বাফুফে সভাপতি, রোববার নির্ধারিত দিনেই আনুষ্ঠানিক যাত্রা করছে এই একাডেমি।

রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এলিট একাডেমি উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

১৪ থেকে ১৮ বছরের মধ্যে উদীয়মান ফুটবলাররা বাফুফে ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণে দেশি-বিদেশি প্রশিক্ষক থাকবেন। একাডেমির তত্ত্বাবধান করবেন টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মল্লি।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘জুলাইয়ে একাডেমির উদ্বোধনের কথা ছিল। তবে করোনি মহামারির কারণে কাজটি বিলম্বিত হয়েছে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent