হাঙ্গেরির অধিনায়ক সালাই করোনা পজিটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন হাঙ্গেরির অধিনায়ক ও মেইঞ্জ স্ট্রাইকার অ্যাডাম সালাই। এ কারণে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচে তিনি আর খেলতে পারছেন না বলে হাঙ্গেরিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে।

এ সম্পর্কে ফেডারেশনের পক্ষ থেকে এক টুইটার পোস্টে বলা হয়েছে, ‘অ্যাডাম সালাইয়ের পিসিআর টেস্ট পজিটিভ এসেছে। যে কারণে অধিনায়ককে আলবেনিয়া ও অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে। ইতোমধ্যেই সালাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। শিগগিরই তিনি জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে যাবেন।

১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল হাঙ্গেরি। ইংল্যান্ড ও পোল্যান্ডের পর বাছাইপর্বের গ্রুপ-আই’র তৃতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি। সালাই হাঙ্গেরির জাতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত ৭৪ ম্যাচে ২৪ গোল করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent