পারমা ছাড়ছেন ইউরো জয়ী আলভেস

গ্রিক সুপার লিগের ক্লাব আপোলোন স্মিরনিসে যোগ দিয়েছেন ২০১৬ ইউরো শিরোপা জয়ী পর্তুগালের ডিফেন্ডার ব্রুনো আলভেস। এক বছরের জন্য ৩৯ বছর বয়সী তারকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে তার নতুন এই ক্লাবটি।

দীর্ঘদিন ধরে ক্লাব ফুটবল চষে বেড়িয়েছেন এই ডিফেন্ডার। এই সময় তিনি পোর্তো, স্কটিশ জায়ান্ট রেঞ্জার্স ছাড়াও খেলেছেন এইকে এথেন্সে। সর্বশেষ ছিলেন সিরি এ লিগের ক্লাব পারমা।

আলভেস বলেন, ‘আরো এক বছর খেলার সুযোগ করে দেয়ায় আমি আপোলোনসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি নিজের সেরাটা দেয়ার চেস্টা করব। লক্ষ্য পূরণে ক্লাবটিকে আমি যথাসাধ্য সহযোগিতা করতে চাই। আপোলোনের হয়ে গ্রিসে খেলার সুযোগটি আমার জন্য দারণ সম্মানের।’

২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে আলভেস ৯৬টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে সবচেয়ে বড় অর্জনটি এসেছে ৫ বছর আগে প্যারিসে। ইউরো টুর্নামেন্টের ফাইনালে ওই সময় স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে গ্রিস। দেশের হয়ে এ পর্যন্ত ১১টি আন্তর্জাতিক গোল করেছেন এই ডিফেন্ডার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent