যে কারণে উরুগুয়ে দলে নেই কাভানি, সুয়ারেজ

যুক্তরাজ্যের কোয়ারেন্টাইন আইনের কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের হয়ে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার এডিনসন কাভানি। উরুগুয়ে ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে হাঁটুর সমস্যার কারণে বাছাইপর্বে খেলতে পারছেনা না আরেক তারকা লুইস সুয়ারেজও। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এই তথ্য জানিয়েছে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো গত সপ্তাহে জানিয়ে দিয়েছিল করোনা মহামারীতে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশগুলোতে তারা আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড় না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অতি সংক্রমণের দেশগুলোতে ভ্রমণ করে আসার পর যুক্তরাজ্যে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে কারণে আগামী ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি ছাড়াও তিন দিন পর ইয়ং বয়েসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচেও কাভানি খেলতে পারতেন না।

এ কারণে উরুগুইয়ান এসোসিয়েশন জানিয়ে দিয়েছে পেরু, বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে কাভানি ইংল্যান্ড থেকে আসতে পারছেন না। রোববার উল্ফসের বিপক্ষে ইউনাইটেডের ১-০ গোলের জয়ের ম্যাচটিতে কাভানি বদলী বেঞ্চ থেকে প্রথমবারের মত এবারের মৌসুমে মাঠে নেমেছিলেন।

এদিকে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলার সাথে আর্জেন্টিনার এ বিষয়ে মতবিরোধ চলছে। কাভানির মতই একই কারণে ভিলা তাদের আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েনডিয়াকে ছাড়তে চাইছে না। লিভারপুলের তিন ব্রাজিলিয়ান আলিসন, ফ্যাবিনহো ও রবার্তো ফিরমিনোকে নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

অপর দিকে সেভিয়া ও লা লিগা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আগামী ১১ সেপ্টেম্বর বার্সেলোনার বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিলের অনুরোধ জানিয়েছে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের উইন্ডো কয়েকদিন বেড়ে যাওয়ায় লিগের সাথে জটিলতা দেখা দিয়েছে। গত মার্চে করোনা মহামারীর কারণে এই অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। জাতীয় দলগুলোর সুবিধার্থে ফিফা এই ম্যাচগুলোর জন্য সময় দু’দিন বাড়িয়ে দেয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। দক্ষিণ আমেরিকান আন্তর্জাতিক উইন্ডো ১০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। আর বেশিরভাগ খেলোয়াড়ই মাত্র ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ ক্লাবে ফিরে গিয়ে মাঠে নামতে হবে। এর মধ্যে সেভিয়া বনাম বার্সেলোনার ম্যাচটিও রয়েছে।

সেভিয়া এক বিবৃতিতে জানিয়েছে স্প্যানিশ লিগ কর্তপক্ষ সেভিয়ার এই অনুরোধ নিয়ে চলতি সপ্তাহেই আলোচনায় বসতে যাচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent