কিরগিজস্তানে অনুশীলন শুরু জামাল ভূঁইয়াদের


কিরগিজস্তান পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম অনুশীলন করেছে রোববার বিকেলে। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে দেড় ঘন্টা জেমি ডে তার শিষ্যদের অনুশীলন করিয়েছেন স্থানীয় স্পোর্টস সিটি ফিল্ডে।

ইংল্যান্ড থেকে কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লেভারলি। দুই প্রবাসী খেলোয়াড় নায়েব মো. তাহমিদ ইসলামের ফ্রান্স থেকে ও মোঃ.রাহবার ওয়াহেদ সেহরান খানের কানাডা থেকে রোববার রাতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

সোমবার জামাল ভূঁইয়াদের সকাল-বিকেল দুইবেলা অনুশীলন। একই ভেন্যুতে সকালের অনুশীলন শুরু হবে ১০টায় এবং বিকেলের অনুশীলন ৩টায় শুরু হবে।

কিরগিজস্তানে তিনজাতি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। কিরগিজস্তান ও ফিলিস্তিনের সঙ্গে টুর্নামেন্ট খেলার পর তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে।

আগামী অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent