রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ


ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আপাতত এক পাশে রেখে দিয়েছে বাংলাদেশের মানুষ। রোববার সকালে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেকার কোপা আমেরিকার ফাইনাল শেষ না হওয়ার আগে ইতালি ও ইংল্যান্ডের যুদ্ধ তারা মাথায় ঢুকাচ্ছে না। সবাই যে এখন বুদ হয়ে আছে মেসি ও নেইমারের দ্বৈরথ দেখতে।

বাংলাদেশ সময় ভোর ৬ টার আগেই যে ঘুম থেকে জাগবেন লল-সবুজের দেশের লাখ লাখ মুনষ। চোখ রাখবেন টিভির পর্দায়। শেষ হাসি কার মুখে? সেমি নাকি নেইমারের-এই অপেক্ষায় রুদ্ধশ্বাস সময় কাটবে দুই দলের ভক্তদের।
কোন টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা-ফুটবলামোদীদের আর কি চাই? এমন একটি ফাইনালের জন্য অপেক্ষা করেন সবাই। এবারের কোপা উপহার দিচ্ছে সেই ফাইনাল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করে আর্জেন্টিনা।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent