আবারও ড্র মোহামেডান-আবাহনী লড়াই

মোহামেডান ও আবাহনীর মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচও ড্র হয়েছে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল। এ ড্রয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো দ্বিতীয় স্থানেই আছে আবাহনী। ২৯ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।

শুরতে আক্রমনাত্মক ছিল মোহামেডান। ২০ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটিও পায় তারা। কিন্তু সুলেমানে দিয়াবাতের পাস ধরে ইয়াসানের দেখে-শুনে নেয়া শট ফিরে পোস্টে লেগে। একটু পর ক্যামেরুনের এই ফরোয়ার্ডের জোরালো শট পাঞ্চ করে ফিরিয়ে আবাহনীর ত্রাতা শহীদুল আলম সোহেল।

আবাহনীর সানডে দারুণ একটি সুযোগ নষ্ট করেন ২৪ মিনিটে। জুয়েলের চিপ ডি-বক্সে খুঁজে পায় তাকে। কড়া পাহারায়ও ছিলেন না নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। কিন্তু তালগোল পাকিয়ে বলে পা-ই ছোঁয়াতে পারেননি তিনি।

৩০ মিনিটে রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। দিয়াবাতের লব হেডে ক্লিয়ার করতে লাফিয়ে উঠেছিলেন মাসিহ সাইঘানি, কিন্তু আফগান ডিফেন্ডার নাগাল পাননি। পাশে থাকা ইয়াসিন খানও মার্কিংয়ে রাখেননি ইয়াসানকে। নিখুঁত শটে সোহেলকে অনায়াসে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে সমতার স্বস্তি ফিরে প্রিমিয়ার লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী শিবিরে। মোহামেডানের ডিফেন্ডার কৌলিদিয়াতি ভুল পাসে বল তুলে দেন রাফায়েল সান্তোস দি সিলভার পায়ে। সানডের সঙ্গে একবার বল দেয়া-নেয়া করে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট উরু নাগাতার পায়ে লাগার পর টোকায় জাল খুঁজে নেন বেলফোর্ট।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। পোস্ট ছেড়ে অকারণে বেরিয়ে এসে শঙ্কা বাড়ান মোহামেডান গোলরক্ষক সুজনও। ৮৭তম মিনিটে তিনি মামুনুলের পায়ে বল তুলে দিলে ব্যবধান গড়ে দেওয়ার নিশ্চিত সুযোগ পেয়ে যায় আবাহনী। তবে, অভিজ্ঞ এই মিডফিল্ডারের শট সোজা আসায় কোনোমতে ফেরাতে সক্ষম হন সুজন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent