মোহামেডান-আবাহনী লড়াইয়ে কে জিতবে?

মোহামেডানের ট্রফি ছোঁয়া আর আবাহনীর ট্রফি ফিরিয়ে আনার সম্ভাবনা বেশ দূরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ মুহূর্তের গতিচিত্র বলছে, শিরোপা থাকছে বসুন্ধরা কিংসের কাছেই। বিগ বাজেটের এই দলটির চেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী যে অনেক পেছনে।

১৪ পয়েন্ট কাভার করে আবাহনী শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসকে পেছনে ফেলতে পারবে কি না, সে হিসেবেই আপাতত যাচ্ছে না আকাশি-নীলরা। এখন তাদের ধ্যান-জ্ঞান মোহামেডানের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ জিতলে পয়েন্ট পাওয়ার সঙ্গে মর্যাদার লড়াইও বাজিমাত করবে তারা। রোববার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ফুটবল মহারণ।

কিংসের সঙ্গে যতটা দূরত্ব আবাহনীর, ততটা নয় আবাহনীর সঙ্গে মোহামেডানের। মাত্র ৪ পয়েন্ট পেছনে থেকে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এখনও প্রিমিয়ার লিগের ট্রফির দেখা না পাওয়া মোহামেডান। এ ম্যাচ জিতলে আবাহনীর সঙ্গে পয়েন্টের পার্থক্যটা কমিয়ে এক-এ আনতে পারবে সাদা-কালোরা।

দ্বিতীয় পর্বে আবাহনীর চেয়ে মাঠে বেশি দুর্বার মোহামেডান। প্রধান কোচ অস্ট্রেলিয়ান শন লেনের অনুপস্থিতিতেই তারা করেছে জয়ের হ্যাটট্রিক। সেখানে আবাহনী তিন ম্যাচে জিতেছে দুটি, একটি ড্র। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার সাদা-কালোদের ডাগআউটে দাঁড়াবেন দলটির অস্ট্রেলিয়ান কোচ।

দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করেছিল প্রাণবন্ত এক ফুটবল ম্যাচ।

যে ম্যাচে আবাহনী-মোহামেডানকে ছাপিয়ে জিতেছিল ফুটবল। এবার কী ফলাফল হবে? নাকি এক পয়েন্ট করে যোগ হবে দুই দলের খাতায়? আবাহনী জিতলে পয়েন্ট টেবিলের দুইয়েই থাকবে। মোহামেডান জিতলে পাঁচ থেকে উঠবে চারে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent