শাস্তি পেলেন ব্রাজিল কোচ

আয়োজকদের একের পর সমালোচনার তীর ছুড়ছিলেন ব্রাজিল কোচ তিতে। যেটি পছন্দ হয়নি লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের। ভবিষ্যতের জন্য সতর্ক করে দিতে তাকে ৫ হাজার ডলার জরিমানা করেছে কনমেবল।

সর্বশেষ মন্তব্যটি তিনি করেছেন কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচটির পর। যেটি হয়েছিল রিও ডি জেনেইরোর স্তাদিও নিলতন সান্তোসে। এখানকার মাঠ নিয়ে তিতে অসন্তোষ প্রকাশ করেছেন এভাবে, ‘দুটো সেরা মানের দলের সেরা খেলোয়াড়দের জন্য এই ধরনের মাঠ অগ্রহণযোগ্য। দল দুটির খেলোয়াড়রা ইউরোপে দারুণ মানের টার্ফ ও ভালো মাঠে খেলে থাকে। অথচ এখানে এই ধরনের মাঠে খেলতে হচ্ছে।’

এছাড়া ১২ জুনও আয়োজকদের নিয়ে সমালোচনা করেন ব্রাজিল কোচ। এক সংবাদ সম্মেলনে বলে বসেন, ‘এই দেশে কোপা আমেরিকা স্থানান্তরিত হয়েছে বিভ্রান্তিকরভাবে।’

বার বার আক্রমণে তাই বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। তার মতো একই কাজ করে শাস্তি পেয়েছেন বলিভিয়ার এক খেলোয়াড়ও।

বার বার এমনটি হওয়ায় কনমেবল আবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছে। কনমেবলের ডিসিপ্লিনারি কমিটির প্রেসিডেন্ট ইদুয়ার্দো গ্রোস ব্রাউন বলেছেন, ভবিষ্যতে আবারও একই কাজ করলে নতুন শাস্তি পাবেন তিতে! ঘটনার গুরুত্ব বোঝাতে কনমেবল অবশ্য এও জানিয়েছে, শাস্তির বিরুদ্ধে কোনও আপিল করতে পারবে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent