বেজায় খুশি কোচ জেমি ডে

৮ ম্যাচে মাত্র দুটি ড্র। ২ পয়েন্ট পেয়ে গ্রুপে ৫ দেশের মধ্যে সবার নিচে থাকায় এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে খেলার মানসিক প্রস্তুতিই ছিল সবার; কিন্তু মঙ্গলবার রাতে এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব শেষ হওয়ার পর সুখবর আসে বাংলাদেশ শিবিরে। প্লে-অফ নয়, বাংলাদেশ সরাসরি খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে।

এশিয়ান কাপের বাছাইয়ে সুযোগ মিলে যাওয়ায় দারুণ খুশি জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। দোহা থেকে তিনি প্রতিক্রিয়ায় বলেন- ‘আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। তাই আমি দারুণ খুশি।’

এ অর্জনের জন্য জেমি ডে তার দলকে কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘ছেলেরা প্রত্যেকটি ম্যাচেই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন।’ কাতারে শেষ ম্যাচে জেমি ডে তার সেরা দলটি পাননি। বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে পড়েছিলেন ইনজুরি ও করোনাক্রান্ত হয়ে।

‘এটা ফুটবলে হতেই পারে। যে কারণেই আমি নেপালে সবাইকে খেলার সুযোগ দিয়েছিলাম। অনেকে সমালোচনা করেছেন। কিন্তু আমার সিদ্ধান্ত ঠিক ছিল। সবাইকে খেলার সুযোগ দেয়ার কারণেই আজকে কোয়ালিফাই করার ক্ষেত্রে কাজে লেগেছে’- বলছিলেন জেমি।

বিশ্বকাপের বাছাই পর্বে দলের রক্ষণভাগের প্রশংসা করেছেন জেমি ডে, ‘রক্ষণভাগ ছিল দারুণ সংগঠিত। বাছাইয়ে অনেক দল ৮ ম্যাচে ৩৫ থেকে ৪০ গোল খেয়েছে। আমরা গোল হজম করেছি ১৯ টি। আর একটা বিষয় আমরা কিন্তু ৮ ম্যাচের ৭টিই খেলেছি বিদেশের মাটিতে। ’

এখন আপনার পরবর্তী লক্ষ্য কি? ‘কেবল একটা লক্ষ্য পূরণ হলো। এ মুহূর্তে ওটা নিয়েই আমি খুশি। বাকিসব পরে’- বলছিলেন জেমি ডে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent