ফুটবল পাচ্ছে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টেডিয়াম

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. মাসুদ করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেছে।

চলমান প্রিমিয়ার লিগে মোহামেডান ও বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুকে আরো কিভাবে উন্নত করে ফিফা ও এএফসির গাইডলাইন অনুযায়ী আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে রূপান্তর করা যায় সে সম্ভাবনা যাচাইয়ের জন্যই এই পরিদর্শন। যেখানে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাফুফে বেশ কয়েকমাস আগেই কুমিল্লার এই স্টেডিয়ামে ফ্লাডলাইড স্থাপনের জন্য আবেদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। স্টেডিয়াম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে বাফুফের দুই দফা সভাও হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের এই স্টেডিয়াম পরিদর্শনের মধ্য দিয়ে এটিকে আন্তর্জাতিক রূপ দেয়ার প্রক্রিয়া শুরু হলো।

জাতীয় ক্রীড়া পরিষদ যে কেবল কুমিল্লা স্টেডিয়ামের উন্নয়ন করে আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত করার উদ্যোগ নিয়েছে তা নয় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিকল্পনা করছি ফুটবলের জন্য কিছু আন্তর্জাতিক ভেন্যু তৈরি করার। আমাদের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোর মধ্যে কতটিকে উন্নয়ন করে ফিফা ও এএফসির নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক মানের করা যায় তা নিয়ে কাজ শুরু করছি। আমরা কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম দিয়ে শুরু করলাম। পর্যায়ক্রমে দেশের আরো স্টেডিয়াম পরিদর্শন করা হবে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ওপর থেকে চাপ কমাতে শুধু ফুটবলের জন্য কিছু স্টেডিয়াম তৈরি করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বলেছেন, ‘এই প্রজেক্টে নতুন কোনো স্টেডিয়াম নির্মাণ করা হবে না। বিদ্যমান স্টেডিয়ামগুলোর মধ্যে থেকে সবকিছু বিবেচনা করে ফুটবলের জন্য বাছাই করা হবে। বাছাইয়ের পর আমরা একটা প্রজেক্ট তৈরি করে ফিফা ও এএফসির চাওয়া অনুসারে সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করবো।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent