ক্রোয়েশিয়াকে হারিয়ে শুরু ইংল্যান্ডের

কেলভিন ফিলিপস-রহিম স্টার্লিংয়ের যুগলবন্দিতে আসা গোল গড়ে দিল ম্যাচের ভাগ্য। ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল ইংল্যান্ড।

‘ডি’ গ্রুপের লড়াইয়ে নিজেদের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল। গোলশূন্য প্রথমার্ধের পর ফিলিপসের পাসে ম্যাচের একমাত্র গোলটি আসে স্টার্লিংয়ের পা থেকে।

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আগে কখনোই জিততে পারেনি ইংল্যান্ড। দশবারের চেষ্টায় সেই গেরো খুলতে পারল তারা। আগের নয় আসরের প্রথম ম্যাচের পাঁচটিতে ড্র করেছিল দলটি, হেরেছিল বাকি চারটিতে।

ক্রোয়াটদের বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত রইল ইংলিশরা। জ্লাতকো দালিচের শিষ্যদের কাছে শেষবার তারা হেরেছিল ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে। অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল ক্রোয়েশিয়া।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent