সুযোগ পেলে মাঠে সেরাটা দিতে চান তারিক কাজী


ফিন্যাল্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী বলেছেন, তিনি খেলার সুযোগ পেলে সেরাটা দেবেন মাঠে। ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার এখন লাল-সবুজ জার্সিতে মাঠে নামার অপেক্ষায়।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের। এ ম্যাচেই দেশের জার্সিতে অভিষেক হতে পারে তারিকের। সেই স্বপ্নেই তিনি বিভোর। মঙ্গলবার বলেছেন ‘আমি জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। অভিষেকের অপেক্ষায় রয়েছি।’ নিজের অভিষেক নিয়ে রোমাঞ্চ থাকলেও পেশাদার জায়গাটি ভুলেননি, ‘আমরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হচ্ছি। কোচ কৌশল ঠিক করছে। আমরা মাঠে সেরাটা দিতে চাই।’

তারিক ফিনল্যান্ডের হয়ে অনুর্ধ্ব পর্যায়ে খেলেছেন। জুনিয়র পর্যায়ে খেলায় ফিনল্যান্ড, ফিফার অনুমতির প্রয়োজন ছিল তারিক বাংলাদেশের হয়ে খেলানোর জন্য। বাফুফে আনুষ্ঠানিক কাজগুলো শেষ করেছে। কোচ জেমি ডে চাইলে ৩ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তারিককে নামাতে পারেন। আইনি কোনো জটিলতা নেই। জামাল ভূঁইয়ার পর তাহলে তারিক কাজী দ্বিতীয় প্রবাসী ফুটবলার হবেন জাতীয় দলে। জামাল ২০১৩ সালে কাঠমাণ্ডু সাফে অভিষিক্ত হয়েছিলেন।

গতকাল সোমবার বল নিয়ে অনুশীলন নামেন জামালরা। আজ মঙ্গলবার বিকেলে অনুশীলন করাবেন কোচ জেমি। এর আগে হোটেলে জিম করেছেন ফুটবলাররা। ইব্রাহিম দলের সঙ্গে যোগ দিতে পেরে খুশি, ‘আমি নেগেটিভ হয়ে এখন ক্যাম্পে আছি। আশা করি কাতারে তিন ম্যাচ ভালো খেলে দেশে ফিরতে পারব।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent