অনুশীলন বিরতির দিনে জিম-সুইমিং করলেন জামালরা

তিনদিন অনুশীলনের পর বৃহস্পতিবার বিশ্রামে ছিলেন ফুটবলাররা। তবে পুরোপুরি বিশ্রামে নয়, জামাল ভূঁইয়ারা দিনটি পার করেছেন জিম আর সুইমিং সেশনের মধ্য দিয়ে। শুক্রবার সকাল ১০টায় আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামবেন ফুটবলাররা।

কাতার যাওয়ার আগ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবে ফুটবল দল। আপাতত যে সিডিউল তাতে ৩০ মে দলের দোহা যাওয়ার কথা। সেখানে বাংলাদেশ ৩, ৭, ১৫ জুন বিশ্বকাপের বাছাই ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।

কাতারের দুটি শীর্ষ ক্লাবের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলার সম্ভব না হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। শেখ জামাল ও শেখ রাসলে জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হয়েছে বলেও জানা গেছে।

শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন, ‘বাফুফে যদি আমাদের বলে জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলাতে চায়, আমরা অবশ্যই খেলবো। কারণ, জাতীয় দলের স্বার্থের বিষয়টা বড়। আমরা শুক্রবার অনুশীলন শুরু করছি। ২৬ বা ২৭ মে প্রস্তুতি ম্যাচ খেলা যেতেই পারে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent