কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে ইতিমধ্যেই বাফুফে অনুরোধ করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনকে।

দোহায় বিশ্বকাপ বাছাই মিশন শুরুর আগে সেখানে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৫ ও ২৯ মে ম্যাচ দুটি খেলার আগ্রহের কথা জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২১ বা ২২ মে কাতার যাবে। সোমবার থেকে শুরু হচ্ছে অনুশীলন। শনিবার ন্যাশনাল টিমস কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, কাতার লিগের শীর্ষ পাঁচ ক্লাবের যেকোন দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য বলেছেন তারা।

ঢাকায় ক্যাম্প চলবে ২১ মে পর্যন্ত। তারপর দল চলে যাবে কাতার। বসুন্ধরা কিংসের যেসব খেলোয়াড় চূড়ান্তভাবে ডাক পাবেন, তারা মালদ্বীপ থেকে সরাসরি কাতার গিয়ে ক্যাম্পে যোগ দেবেন।

এবারও জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ইকবাল হোসেনকে। গত নেপাল সফরেও তিনি ছিলেন ম্যানেজার। কাতারে পর্যবেক্ষক হিসেবে যাবেন মনজুরুল আলম।

কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। তিনটি ম্যাচেরই আয়োজক ছিল বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে খেলা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল ভেন্যুতে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent