ম্যানইউর সাথে ফের চুক্তি করলেন এরিক বেইলি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি নবায়ন করেছেন সেন্টারব্যাক এরিক বেইলি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এ আইভরিয়ান ডিফেন্ডার।

এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ১৫টি ম্যাচে মূল একাদশে খেলেছেন বেইলি। বর্তমানে তিনি পেশীর ইনজুরিতে ভুগছেন। চুক্তি নবায়নের আগে তার মধ্যে কোন ধরনের দ্বিধা ছিল না বলে স্বীকার করেছেন বেইলি। নতুন চুক্তির পর তার মূল লক্ষ্যই হচ্ছে ইনজুরি মুক্ত থাকা এবং ইউনাইটেডকে ইউরোপা লিগের শিরোপা জয়ে সহযোগিতা করা ও আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়েল স্বপ্নে দলের সাথে টিকে থাকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে বেইলি বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। এ সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি আমি চিন্তাও করিনি। এ ক্লাবকে আমি ভালবাসি। আমি এবং আমার পরিবার দারুণ খুশি। সবকিছুই ভালভাবে সম্পন্ন হয়েছে। এখন আমি ইনজুরি থেকে সেরে ওঠার পথে রয়েছি। নতুন চুক্তি আমার কাছে নতুন চ্যালেঞ্জ এবং এজন্য আমি পুরোপুরি প্রস্তুত।’

২৭ বছর বয়সী এ ডিফেন্ডার ২০১৬ সালে ভিয়ারিয়াল থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে ইউনাইটেডের সময়টা ভালভাবে উপভোগ করতে পারেননি।

Rent for add