শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ইন্টার মিলান

হেলাস ভেরোনাকে ১-০ গোলে হারিয়ে সিরি এ লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইন্টার মিলান। রোববার রাতে ইন্টারের হয়ে জয়সূচক গোল করেন মাত্তেও ডার্মিয়ান। সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ৭৬ মিনিটে ডার্মিয়ানের ওই গোলের জন্য বলটি বানিয়ে দিয়েছিলেন আচরাফ হাকিমি।

এ জয়ে ৫ ম্যাচ বাকী থাকতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা আটালান্টার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে সিরি এ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলান।

খেলা শেষে ইন্টার মিলানের কোচ এন্টনিও কন্টে বলেন, ‘আজকের এ জয়টি শুধুমাত্র তিন পয়েন্টের জয় নয়। ছয় পয়েন্টেরও নয়, এটি নয় পয়েন্টের জয়। এখন স্কুদাত্তো জয়ের জন্য আমরা ৯৫ শতাংশ পথ অতিক্রম করে ফেলেছি।’

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসও এসি মিলানের সমান অবস্থানে ছিল। কিন্তু তারা চতুর্থ অবস্থানে নেমে গেছে ফিওরেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করায়। লিগে আর মাত্র ৫টি করে ম্যাচ বাকী রয়েছে। তবে আগামী সপ্তাহের শুরুতেই শিরোপা নিশ্চিত করার সুযোগ পাবে গত আসরের রানার্সআপ ইন্টার মিলান। সর্বশেষ ২০১০ সালে সিরি এ লিগের শিরোপা জিতেছিল ইন্টার মিলান।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent