এমবাপ্পের জোড়া গোলে পিএসজির দাপুটে জয়

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে শনিবার রাতে মেটজের বিপক্ষে লিগ ওয়ানে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে পিএসজি। কিন্তু থাইয়ের ইনজুরির কারণে ৮৭ মিনিটে মাঠত্যাগে বাধ্য হয়েছে এ ফরাসী তরুণ তুর্কি। এ জয়ে লিলিকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে ফরাসী লিগ ওয়ানের টেবিলের শীর্ষস্থানে ফিরে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরাসী ফরোয়ার্ড এমবাপ্পে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে বদলী বেঞ্চে চলে যান। আপাত দৃষ্টিতে ইনজুরির মাত্রা গুরুতর বলেই বিভিন্ন সূত্র জানিয়েছে। এ কারণে বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে এখন এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে মিডফিল্ডার অ্যান্ডার হেরেরার পাস থেকে এমবাপ্পে মেটজ গোলরক্ষক আলেক্সান্দ্রে ওকিডিজাকে পরাস্ত করলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পরপরই অ্যাটাকিং মিডফিল্ডার ফারিদ বুলায়ার ক্রস থেকে রাইট-ব্যাক ফাবিয়েন সেনটোনজোর হেডে সমতা ফেরায় স্বাগতিক মেটজ। গত চার লিগ ম্যাচে এটি মেটজের প্রথম গোল। ৫৯ মিনিটে আবারো এমবাপ্পের কল্যাণে এগিয়ে যায় পিএসজি।
সেনটোনজের একটি ভুল পাসে এমবাপ্পে ডিফ্লেকটেড শটে বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এবারের মৌসুমে ২৯ লিগ ওয়ান ম্যাচে এটি এমবাপ্পের ২৫তম এবং সব মিলিয়ে ৪২ ম্যাচে ৩৭তম । ম্যাচ শেষের এক মিনিট আগে মাউরো ইকার্দির পেনাল্টিতে পিএসজির জয় নিশ্চিত হয়।

এ জয়ে মৌসুমের শেষভাগে এসে দারুণ একটি সফল সপ্তাহ শেষ করলো ফরাসী জায়ান্ট পিএসজি। ঘরোয়া লিগ, কাপ এবং ইউরোপীয়ান কাপে শিরোপা জয়ের মাধ্যমে ঐতিহাসিক ট্রেবল জয়ের পথে পিএসজি দাপটের সাথেই টিকে রয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent