চেলসি জিতলেও পয়েন্ট খুইয়েছে লিভারপুল

টিমো ওয়ার্নারের একমাত্র গোলে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে পরাজিত করে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা কিছুটা হলেও নিশ্চিত করে ফেলেছে চেলসি। এদিকে নিউক্যাসল ইউনাইটেডের সাথে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।

জার্মান তারকা ওয়ার্নার গত ২২ ম্যাচে মাত্র দ্বিতীয় গোল করার সুযোগ কাজে লাগিয়েছেন। ম্যাচের ৪৩ মিনিটে তিনি জয়সূচক গোল করেন। আর এ জয়ের মাধ্যমে ব্লুজরা শীর্ষ চারে নিজেদের অবস্থান ধরে রাখার পথে বেশ খানিকটা এগিয়ে গেল। পঞ্চম স্থানে থাকা হ্যামার্সদের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের চতুর্থ স্থানটা সুসংহত করেছে থমাস টাচেলের দল।

আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে কঠিন লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছে চেলসি। যে কারণে টাচেল শনিবার মূল দলে ৬টি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। যদিও ইনজুরি আক্রান্ত ওয়েস্ট হ্যাম মিখাইল এন্টোনিও, ডিক্লান রাইস ও এ্যারস ক্রেসওয়েলের অনুপস্থিতিতে দল অনেকটাই দূর্বল হয়ে পড়েছিল। আর এ সুযোগ চেলসিও বেশ আক্রমণাত্মক ম্যাচ উপহার দিয়েছে।

এদিকে অ্যানফিল্ডে নিউক্যাসলের সাথে শনিবার ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন তার দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা রাখে না। ম্যাচের তিন মিনিটেই মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে গিয়েছিল রেডরা। কিন্তু স্টপেজ টাইমে বদলী মিডফিল্ডার জোসেফ উইলকের গোলে সমতা ফেরায় নিউক্যাসল। এর আগে আরেক বদলী খেলোয়াড় কালুম উইলসন সফরকারীদের হয়ে সমতা ফেরালেও হ্যান্ডবলের কারণে ভিএআর প্রযুক্তি সেই গোলটি বাতিল করে দেয়।

এ ড্রয়ে চতুর্থ স্থানে থাকা চেলসির তুলনায় চার পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আরো দুই পয়েন্ট হারালে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবে জার্গেন ক্লপের দল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent