সমর্থকদের কাছে চেলসির দু:খ প্রকাশ

বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে খেলতে রাজী হবার ব্যাপারে সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব চেলসি। প্রস্তাবিত এ ইউরোপীয়ান সুপার লিগ ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই অবশ্য বিশ্ব ফুটবলের তোপের মুখে পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। এদিকে ইংলিশ আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ক্লাব বোর্ডের দ্রুত পদত্যাগ দাবী করেছে।

ইংল্যান্ড, স্পেন ও ইতালির ১২টি দল নিয়ে এ ইউরোপীয়ান আসর আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু বেশিরভাগ ক্লাবের সমর্থকই বিতর্কিত এ আসরের বিরোধীতা করেছে।

ইউরোপীয়ান ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নিষেধাজ্ঞার হুমকির সাথে ক্লাব সমর্থকদের বিরোধীতায় শেষ পর্যন্ত ইউরোপীয়ান সুপার লিগ কর্তৃপক্ষ পুরো পরিকল্পনা নতুন করে সাজানোর ঘোষণা দেয়। ইংলিশ ক্লাবগুলোকে বাদ দিয়ে ভবিষ্যতে শুধুমাত্র স্পেন ও ইতালির ক্লাবগুলোকে নিযে পরবর্তী পরিকল্পনা সাজানোর ইঙ্গিতও তারা দিয়েছে।

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ‘একটি ক্লাব হিসেবে আমরা সমর্থক ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত ও উন্মুক্ত আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এবার আমরা নানা গোপনীয়তা ও চাপের মুখে সেটা করতে পারিনি বলে দু:খ প্রকাশ করছি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent