এসি মিলানেই থাকছেন ইব্রাহিমোভিচ

এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন সিরি এ লিগের ‘বেঞ্জামিন বাটন’ জ্লাটান ইব্রাহিমোভিচ। নতুন এ চুক্তির মধ্যেই বয়স ৪০ বছর পার করে দিবেন সুইডিশ এ আন্তর্জাতিক তারকা।

আগামী অক্টোবরে ৪০ বছরে পা রাখবেন ইব্রা। তিনিই এসি মিলানকে শিরোপার দৌঁড়ে পৌঁছে দেয়ার আসল কারিগর। গত জানুয়ারিতে ক্লাবটিকে যোগ দিয়েই অনুপ্রাণিত করেছেন তাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরি এ লিগের এ ক্লাবটি জানায়, ‘এসি মিলান এমন একটি ক্লাব, যেখানে ইতালিতে থাকাকালীন বেশিরভাগ সময় কাটিয়েছেন জালাটান। রোজনারিদের হয়ে ১৩০টি ম্যাচে অংশ নিয়ে তিনি গোল করেছেন ৮৪টি। আগামী মৌসুম পর্যন্ত ক্লাবের লাল কালো জার্সিতেই কাটাবেন তিনি।’

এর আগে ২০১১ সালে ক্লাবটিকে সিরি এ লিগের শিরোপা পাইয়ে দিয়েছিলেন ইব্রা। নতুন করে ক্লাবটিতে প্রত্যাবর্তন করে অন্তত ২০১৪ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সুযোগ সৃস্টি করে দিয়েছেন এ সুইডিশ তারকা।

সাধারণত গোলরক্ষক বা ডিফেন্ডাররা দীর্ঘ সময় ধরে এমন ক্যারিয়ার ধরে রাখতে পারেন। কিন্তু আক্রমণভাগে এত দীর্ঘ বয়স যাবৎ খেলা চালিয়ে যাওয়া সত্যিকার অর্থেই বিরল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent