কোচ হোসে মরিনহো বরখাস্ত

প্রধান কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মোকাবেলা করার মাত্র ছয়দিন আগে সোমবার তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ক্লাবটি। ফলে ১৭ মাস দায়িত্ব পালনের পর চাকুরিচ্যুত হলেন ৫৮ বছর বয়সি মরিনহো।

অথচ ২০০৮ সালের পর প্রথম ক্লাবটিকে শিরোপা এনে দেয়ার সুযোগ ছিল এই কোচের। প্রিমিয়র লিগে শীর্ষ চারে অবস্থান নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামকে পৌছে দিতে ব্যর্থ হয়েছেন মরিনহো। ইউরোপা লিগের শেষ ষোলর লড়াইয়ে ডায়নামো জাগ্রেবের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া স্পার্সরা বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টটেনহ্যাম জানায়, ‘আজ ক্লাব এই ঘোষণা দিচ্ছে যে প্রধান কোচ হোসে মরিনহো ও তার কোচিং স্টাফদেরকে আজ থেকে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।’ ইউরোপীয় সুপার লিগের ১২ ক্লাবের একটি হিসেবে নিজেদের ঘোষণা দেয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মরিনহোকে বরখাস্তের ঘোষণা দিল টটেনহ্যাম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent