ফুলহ্যাম-আর্সেনাল ড্র, ইউনাইটেডের জয়

ম্যাসন গ্রীনউডের জোড়া গোলে বার্নলিকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্টের ব্যবধান আটে নামিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে তলানির দিকে থাকা ফুলহ্যামের সাথে ১-১ গোলে কোনমতে ড্র করে পরাজয় এড়িয়েছে আর্সেনাল।

এ জয়ের পরে এবারের মৌসুমে ওলে গানার সুলশারের দলের প্রতিবেশী সিটিকে ধরা অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে। কিন্তু গ্রীনউডের পারফরম্যান্স ছয় ম্যাচ বাকি থাকতে সিটিকে কিছুটা হলেও দু:শ্চিন্তায় ফেলবে। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতয়ার্ধের শুরুতে গ্রীনউড ইউনাইটেডকে এগিয়ে দেন। দুই মিনিট পরেই ৫০ মিনিটে জেমস টারকোস্কি বার্নলির হয়ে সমতা ফেরান। গ্রীনউডের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় ইউনাইটেড। ৮৪ মিনিটের এই গোলের মাধ্যমে ১৯ বছর বয়সী এই ইংলিশ টিনএজার প্রিমিয়ার লিগের ইতিহাসে ইউনাইটেডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ওয়েন রুনির সমান ১৫ গোলের রেকর্ড স্পর্শ করলেন। স্টপেজ টাইমে এডিনসন কাভানি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ২০১৯ সালের জানুয়ারির পর এ নিয়ে টানা ৬টি লিগ ম্যাচে জয় তুলে নিল ইউনাইটেড।

এমিরেটস স্টেডিয়ামে আর একটু হলেই ফুলহ্যামের বিপক্ষে প্রথমবারের মত ঘরের মাঠে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে যাচ্ছিল আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও জোশ মায়ার পেনাল্টিতে এগিয়ে যায় ফুলহ্যাম। কিন্তু ইনজুরি টাইমের সপ্তম মিনিটে এডওয়ার্ড এনকেইটার গোলে কোনমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

একইসাথে তলানির থেকে তৃতীয় স্থানে থাকা ফুলহ্যাম রেলিগেশন জোনের দিকে আরো একধাপ এগিয়ে গেল। মৌসুম শেষ হতে আর রয়েছে মাত্র পাঁচ ম্যাচ। রেলিগেশন খরা থেকে বাঁচতে ফুলহ্যাম ৬ পয়েন্ট দূরে রয়েছে।

নবম স্থানে থাকা আর্সেনাল শীর্ষ চারের অবস্থান থেকে ৯ পয়েন্ট দূরে রয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ইউরোপা লিগে জয় ভিন্ন কোন বিকল্প নেই। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent