ইউরোপার সেমিতে রোমার প্রতিপক্ষ ম্যানইউ

গ্রানাডাকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গ্রানাডাকে ২-০ গোলে হারায় উলে গুনার সুলশারের শিষ্যরা। ফলে দুই লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে ম্যানইউ।

সেমিতে রেড ডেভিলদের প্রতিপক্ষ ইতালীয় ক্লাব রোমা। বৃহস্পতিবার ইউরোপার আরেক কোয়ার্টারের ফিরতি লেগে রোমা ১-১ গোলে ড্র করেছে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সের সঙ্গে। এর আগে আমস্টারডামে প্রথম লেগে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়েছিল সিরি এ লিগের ক্লাবটি। ফলে দুই লেগে ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ চারে জায়গা পেয়েছে রোমা।

ম্যাচের শুরুতেই ৬ মিনিটে এডিনসন কাভানির গোল ইউনাইটেডের শেষ চারের অবস্থানকে অনেকটাই নিরাপদ করে দেয় । শেষ মুহুর্তে (৯০মিনিট) এসে ভালেজোর আত্মঘাতি গোলটি ওই আয়োজনে বাড়তি মাত্রা যুক্ত করেছে।

গ্রানাডা অবশ্য গোলের বেশ ভাল সুযোগ সৃস্টি করেছিল। তবে সফল ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০১৭ সলে হোসে মরিনহোর তত্বাবধানে ইউরোপার শিরোপা জয় করেছিল ইউনাইটেড। সুলশারের অধীনে চারটি সেমিফাইনালে পরাজিত হওয়া ইউনাইটেড তাই এবার রোমার বিপক্ষে সেমিফাইনালেও জয় পেতে মরিয়া।

এদিকে রোমের স্তাদিও অলিম্পিয়াকোতে ম্যাচে বিরতির পরপরই ৪৯ মিনিটে ব্রায়ান ব্রবির গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী আয়াক্স। কিন্তু শেষ বাঁশি বাজার ১৮মিনিট আগে ডেকোর আলতো শটে বল জালে জড়ালে সমতা ফিরে পায় স্বাগতিক রোমা। এরই সঙ্গে দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জয়গা নিশ্চিত করে ইতালীয় ক্লাবটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent