ইউরোপা লিগের সেমিতে আর্সেনাল

মাত্র ছয় মিনিটের মধ্যেই তিন গোল করেছে আর্সেনাল। বৃহস্পতিবার প্রাগে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের প্রথমার্ধে এমন এক পারফরম্যান্সে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা। ফলে দুই লেগে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপা লিগের শেষ চারে জায়গা করে নেয় মাইকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে ১৮ থেকে ২৪ মিনিটের মধ্যে আর্সেনালের হয়ে পর পর গোল করেন যথাক্রমে নিকোলাস পেপে, আলেক্সান্দ্রে লাকাজেট্টি ও বুকায়ো সাকা। যথাক্রমে ১৮, ২১ ও ২৪ মিনিটে গোল করেন তারা। সফরকারীদের হয়ে ৭৭ মিনিটে লাকাজেট্টি পেনাল্টি থেকে আরো একটি গোল করলে ‘মাস্ট উইন’ ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের খেলা নিশ্চিত করার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প কোন পথ খেলা ছিল না আর্সেনালের। কারণ ঘরোয়া আসর প্রিমিয়ার লিগে বর্তমানে নবম অবস্থানে রয়েছে গানাররা। সুতরাং তালিকার শীর্ষ চারে উঠে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ সৃস্টি করা এ মুহুর্তে গানারদের জন্য বেশ কঠিন হবে।

সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট ভিয়ারিয়ালের মোকাবেলা করবে আর্সেনাল। ২৯ এপ্রিল থেকে শুরু হবে প্রথম লেগের ম্যাচ। ডায়নামো জাগ্রেবকে ২-১ গোলে হারিয়ে দুই লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপা লিগের শেষ চারে জায়গা পেয়েছে ভিয়ারিয়াল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent