ড্র করে ফের শীর্ষে অ্যাথলেটিকো

লা লিগায় রোববার ফের শীর্ষে ফিরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে।

সর্বোচ্চ গোলদাতা ১৯ গোলের মালিক লুইস সুয়ারেজকে বাইরে রেখেও পঞ্চম মিনিটের গোলে এগিয়ে যায় দিয়াগো সিমিওনের শিষ্যরা। এই সময় গোল মুখের জটলা থেকে বল ফাঁকা জালে জড়িয়ে দেন বেলজিয়ান আন্তর্জাতিক ইয়ানিক ক্যারাসকো।

তবে ১৫ মিনিট পরেই গোলটি পরিশোধ করে সমতায় ফিরে আসে তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা বেতিস। অ্যালেক্স মোরিনোর ক্রসের বল ডি বক্সে পেয়ে লক্ষ্য ভেদ করেন ক্রিস্টিয়ান টেলো।

শনিবার এলক্লাসিকোতে চীরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ফলে ডিসেম্বরের পর প্রথমবারের মত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থান হারিয়েছিল অ্যাটলেটিকো।

বর্তমানে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ফিরেছে সিমিওনের শিষ্যরা। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তালিকার তৃতীয় অবস্থানধারী কাতালান জায়ান্ট বার্সেলোনার সংগ্রহ ৬৫ পয়েন্ট। আর ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সেভিয়া।

রোববার লা লিগার অন্য ম্যাচে ওসাসুনা ২-১ গোলে ভিয়ারিয়ালকে এবং গ্রানাডা ২-১ গোলে ভায়াদোলিদকে পরাজিত করেছে। এছাড়া ২-২ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent