এমবাপ্পের তারকাদ্যুতিতে ঝলসে গেল বায়ার্ন

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমঞ্চকর এক জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিক বায়ার্নকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। এই হারে আবসান ঘটল চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের টানা ১৯ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতার। গত বছর টুর্নামেন্টের ফাইনালে দুই দলের মোকাবিলায় হেরে গিয়েছিল প্যারিস জায়ান্টরা। গতকাল ফের মুখোমুখি হয় দল দুটি। এবার আর পেরে উঠেনি বায়ার্ন। ফলে ২০১৯ সালের মার্চের পর ইউরোপীয় আসরে প্রথম পরাজয়ের স্বাদ পায় জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ এ্যারেনার রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিটের মধ্যেই দুই গোলের লিড নিয়ে নেয় পিএসজি। এমবাপ্পে ও মারকুইনহোসকে দুটি গোলেই বলের যোগান দিয়েছেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। হাঁটুর ইনজুরির কারণে ওই ম্যাচে বায়ার্নের হয়ে মাঠে নামতে পারেননি তাদের শীর্ষ গোলদাতা রবার্ট লিওয়ানদোাস্কি। তবে দৃস্টিনন্দন পারফর্মেন্স উপহার দিয়েছেন এরিক ম্যাক্সিম চুপ্পো -মোটিং ও থমাস মুলার। যদিও দক্ষতার প্রমাণ দিয়ে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন। এর মাধ্যমে প্যারিসের দ্বিতীয় লেগের আগে পিএসজিকে সুবিধাজনক অবস্থানেও পৌঁছে দিয়েছেন এই ফরাসী আন্তর্জাতিক।

খেলা শেষে এমবাপ্পে স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমরা আমাদের সবগুলো সুযোগেরই সদ্ব্যবহার করেছি। অবশ্য ভাগ্যও আমাদের সহায়তা করেছে। তবে এখনই সবকিছু নির্ধারিত হয়ে যায়নি।’ ম্যাচে দারুণ দক্ষতার সঙ্গে বেভারিয়ানদের প্রতিহত করেছেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাসও। এ সময় বায়ার্ন পোস্ট লক্ষ্য করে মোট ৩১টি শট নিয়েছে। বিপরীতে পিএসজি নিয়েছে মাত্র ৬টি শট।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent