করোনা কেড়ে নিলো ফুটবল কোচের প্রাণ


আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক ফুটবলার ও কোচ কাজী নেয়ামুল মজিদ জলি বুধবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

ফুটবল অঙ্গনে কাজী জলি ছিলেন ব্যপক পরিচিত। লাইসেন্সধারী কোচ না হলেও তার হাতে তৈরি হয়েছে অনেক খেলোয়াড়। কাজী জলির ভাতিজা ক্রীড়া সংবাদিক কাজী সাবির জানিয়েছেন, ‘চাচা করোনায় আক্রান্ত হয়েছিলেন। আগে ওপেনহার্ট সার্জারিও হয়েছিল তার। অবস্থার অবনতি হলে গত দুইদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বুধবার বিকেল ৩ টায় তিনি মারা যান।’

কাজী জলিরা ৭ ভাই। তিনিসহ ৫ জনই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই ভাই, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৬৯/এ, আরামবাগের বাসিন্দা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন আরাবাগ মসজিদের সেক্রেটারি।

কাজী জলির এক ভাতিজা যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইখ সিজার- যিনি লন্ডন অলিম্পিকে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent