ডেনমার্ক ফিরে গেলে জামাল ভূঁইয়া


লকডাউনের কারণে পুরোপুরি বন্ধ দেশের ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নিচের স্তরের সব লিগের খেলাও স্থগিত করে দিয়েছে বাফুফে।
তাই একপ্রকার তড়িঘড়ি করেই দেশ ছেড়ে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার রাতে তিনি চলে গেছেন ডেনমার্কে। সেখানেই বসবাস করে তার স্ত্রী-পরিবার।

করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী সীমিত হয়েছে বিমান চলাচল। এ কারণেই মূলত তাড়াহুড়োয় পড়তে হয়েছে জামালকে। লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরে আসবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

এদিকে কলকাতা মোহামেডানে ধারে খেলে জামাল ভূঁইয়া আগেই যোগ দিয়েছেন তার পুরোনো ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। জাতীয় দলের সঙ্গে নেপাল যাওয়ার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে নতুন চুক্তিও সম্পন্ন করেছেন ক্লাবটির অধিনায়ক।

কলকাতা মোহামেডান থেকে সাইফ স্পোর্টিং ক্লাব-শারীরিক সম্পৃক্ততা হলেও কাগজ-কলমে একদিন আগেও তিনি ছিলেন কলকাতার ক্লাবটির খেলোয়াড়। গত রোববার আনুষ্ঠানিকভাবে আবারও তাকে দলে ভিড়িয়েছে সাইফ এফসি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent