রোনালদোর গোলে পর্তুগালের জয়

ধারার বিপরীতে গোল হজম করে পিছিয়ে পড়ল পর্তুগাল। এরপর যেন হুঁশ ফিরল তাদের। আক্রমণের বন্যা বইয়ে দিয়ে লুক্সেমবার্গকে চেপে ধরল তারা। একে একে ফার্নান্দো সান্তোসের দল আদায় করে নিল তিন তিনটি গোল। দারুণ নৈপুণ্যে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা ফিরল জয়ে।

মঙ্গলবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেন গেরসন রদ্রিগেস। বিরতির আগে অতিথিদের সমতায় ফেরান দিয়োগো জোতা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও পালিনহা।

আত্মঘাতী গোলে আজারবাইজানের বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল পর্তুগাল। এরপর সার্বিয়ার সঙ্গে তারা ড্র করে ২-২ ব্যবধানে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রয়েছে সার্বিয়া।

পুরো ম্যাচে দাপট দেখিয়ে পর্তুগিজরা গোলপোস্টে শট নেয় ২০টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ১১টি। সফরকারীদের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। তবে লুক্সেমবার্গের গোলরক্ষক মরিস পরিচয় দেন দৃঢ়তার। ক্রসবারও বাধা হয়ে দাঁড়ায় পর্তুগালের সামনে। তাছাড়া, বেশ কিছু সুযোগ তারা হেলায় নষ্ট করে।

৫০তম মিনিটে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন ৩৬ বছর বয়সী রোনালদো। জাতীয় দলের জার্সিতে তার গোল বেড়ে হলো ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড ইরানের আলি দাইয়ের। ওই কীর্তি স্পর্শ করার অভিযানে আরও কাছে পৌঁছে গেলেন রোনালদো।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent