কাঠমান্ডু এয়ারপোর্টে বসেই দলের হার দেখলেন বাফুফে সভাপতি


ফাইনাল জিতলে ২৫ হাজার মার্কিন ডলার বোনাস- জাতীয় ফুটবল দলের জন্য এইঘোষণা করে কাঠমান্ডুর হোটেল থেকে ঢাকায় রওয়ানা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

কিন্তু ফ্লাইট জটিলতায় সফরসঙ্গীদেরসহ কাজী মো. সালাউদ্দিন অপেক্ষা করতে হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে। ঢাকায় এসে টিভিতে খেলা দেখার ইচ্ছে ছিল বাফুফে সভাপতির। কিন্তু নেপালে অবস্থান করেও বিমানবন্দরে টিভিতে খেলা দেখতে হয়েছে তাকে।

বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি সকালে কাঠমান্ডু গিয়েছিল তা অবতরণ করতে পারেনি ঘন কুয়াশার কারণে। উড়োজাহাজ ঢাকায় ফিরে আসে। আবার কখন আসবে তা নিশ্চিত ছিল না। সবাই ইমিগ্রেশন সম্পন্ন করায় বাইরে যেতে পারেননি। বিমানবন্দরে টিভিতে সবাই বাংলাদেশ ও নেপালের ফাইনাল দেখেছেন।

বিমানবন্দরে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ছাড়াও ছিলেন সহসভাপতি আতাউর রহমান মানিক, নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করীম, বাফুফে সাধারণ সম্পাদকের স্ত্রী এবং একজন গণমাধ্যমকর্মী।

সবাই বিমানবন্দরে বসেই দেখলেন জামাল ভূঁইয়ারা কিভাবে হেরে গেলেন নেপালের কাছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent