বেনভেন্টোর কাছে হারল জুভেন্টাস

বেনভেন্টোর কাছে ঘরের মাঠে রোববার সিরি-এ লিগে ১-০ গোলে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর এই পরাজয়ে রেকর্ড ১০ম লিগ শিরোপা জয়ের পথে আরো একবার ধাক্কা খেলো তুরিনের জায়ান্টরা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড আডোলফো গাইচ ৬৯ মিনিটে জয়সূচক গোল করেন। পেনাল্টি এরিয়ার মধ্যে জুভ মিডফিল্ডার আর্থারের বাজে একটি পাসে আডোলফো গোলের সুযোগ পান। এই পরাজয়ে টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানেই থাকল আন্দ্রে পিরলোর দল।

কোভিড-১৯ বেড়ে যাওয়ায় সাসুলোর বিপক্ষে ইন্টার মিলানের গত সপ্তাহের ম্যাচটি বাতিল করা হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে লিগে চতুর্থ পরাজয়ের স্বাদ পেল জুভেন্টাস। মৌসুম শেষ হতে আর মাত্র ১১ ম্যাচ বাকি। মাসের শেষে পোর্তোর কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেও বিদায় নিয়েছে জুভেন্টাস।

ম্যাচ শেষে পিরলো বলেন, ‘এখানে কোন চাপের প্রশ্ন নেই। আমাদের আরো ভাল ম্যাচ খেলে জেতা উচিত ছিল। সবদিক থেকেই আজ আমরা ব্যর্থ হয়েছি। খুব বেশি আক্রমণাত্মক খেলেছি, একই সাথে অনেক বেশি ভুল খেলেছি। শিরোপা জয়ের আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। লিগে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আরো বেশি মনোযোগী হওয়াটা জরুরি।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent