দুই মৌসুম পর কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

ইতালিয়ান ক্লাব আটালান্টাকে বিদায় দিয়ে দুই মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে আটালান্টাকে। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জিতে শেষ আটের টিকিট পায় জিনেদিন জিদানের শিষ্যরা।

৩৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল পাসে বল পেয়ে রিয়ালের লুকা মড্রিচ বাড়িয়ে দেন বেনজেমার কাছে। গোলের সুযোগ হাতছাড়া করেননি বেনজামা। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এ নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন বেনজেমা। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে ৭০তম গোল করলেন তিনি। আর একটি গোল করলেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে থাকা রাউল গনজালেজের পাশে বসবেন বেনাজামা।

বেনজামার গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান দ্বিগুণ করতে ১৫ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সার্জিয়ো রামোস। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথেই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের শেষদিকে গোলের ব্যবধান কমিয়ে উত্তেজনা বাড়ায় আটালান্টা।

৮৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে রিয়ালের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দারুণ এক গোল করেন আটালান্টার কলম্বিয়ার স্ট্রাইকার লুইস মুরিয়েল। তবে ৮৪ মিনিটেই ম্যাচের শেষ গোলটি করেন দু’মিনিট আগেই বদলি হিসেবে নামা অ্যাসেনসিও। লুকাস ভাসকুয়েজের কাছ থেকে পাস পেয়ে তীব্র শটে প্রতিপক্ষের জালে বলকে জড়ান আসেনসিও। শেষ পর্যন্ত ৩-১ গোলে দ্বিতীয় লেগের ম্যাচ জিতে শেষ আটে উঠে রিয়াল মাদ্রিদ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent